top of page
Search

।।জলের অপর নাম জীবন।।

  • Writer: Dipayan Dutta
    Dipayan Dutta
  • Aug 5, 2019
  • 1 min read

K I R A N

Activity - 36

Date - 22.07.19


আজ থেকে ঠিক তিনদিন আগে ধূপগুড়ির বাসিন্দা Mrityunjoy Roy তার ফেসবুক প্রোফাইল এ ধূপগুড়ি পৌরসভার মাস্টার কোয়ার্টার পাড়ার দুটো কলের অবিরত জল অপচয় হওয়ার কারন নিয়ে তিনি তার ফেসবুক প্রোফাইল এ সেই কল দুটোর ছবি তুলে ধরেন।আমরা পরশু সেই ছবিটি দেখা মাএই কাল গিয়ে তার একটিতে নতুন কল লাগিয়ে দিয়ে আসা হয়। এমন ধূপগুড়ির বহু জায়গা আছে যেখানকার কল গুলো থেকে অবিরত জল অপচয় হচ্ছে। চেন্নাই এর মতো শহরের লোকেরা এখন বুঝতেপারছে এক বিন্দু জলের মূল্য কতখানি। এই টেপ কলগুলোর মূল্যে হয়তো ভাবছেন অনেক। তবে ভুল ভাবছেন মাএ ৫০/- টাকা , নিজের এলাকার টেপ গুলো নিজেরাই যতটুকু পারবেন লাগানোর চেষ্টা করুন কয়জন মিলে। দেখবেন ধীরে ধীরে অনেকটাই জলের অপচয় কমে আসছে। আমারা লাগিয়েছি , এবার আপনারাও লাগান। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের।তাই নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।


#জল_বাচান

#প্রান_বাচান

 
 
 

Comments


Copyright@2025 by KIRANDHUPGURI

​​Call us:

+91 80016 18563

Find us:

Dhupguri, Jalpaiguri, West Bengal, Pin - 735210

Powered by CloudBay India

bottom of page