
Wheelchair Distribution
- Dipayan Dutta
- Jan 4
- 1 min read
KIRANDHUPGURI
Activity - 141
Date - 26.11.25
দুরামারি নতুন বাজার এলাকায় এক বয়স্ক বৃদ্ধ যার নাম ডুডো ওরাও , বয়স আনুমানিক ৭৫-৮০ তার পুরোনো হুয়িলচেয়ারটি ভেঙে যাত্তয়া বাজারের এক অস্থায়ী জায়গায় বেশ কিছু দিন থেকে পড়েছিলেন , কোনভাবেই চলাফেরা করতে পারছিলেন না। এঅবস্থায় আমাদের কাছে খবর আসলে আমরা গতকাল গিয়ে একটি হুয়িলচেয়াররের ব্যবস্থার করবার পাশাপাশি কম্বল ও মশারি দেওয়া হয়।
কাজের শেষে হাসিমুখ গুলোই আমাদের প্রাপ্তি ❤️





Comments