K I R A N
Activity - 45
Date - 6.10.19
#শুভ_মহা_অষ্টমী
সকালে যখন ব্যাস্ত আনন্দ , হইহুল্লোড় এ তখন আমরা ব্যাস্ত সকলের মতো এদের ও রাঙিয়ে দিতে, এই ঠাকুমার বাড়ি মাগুরমারিতে । ধূপগুড়ির গয়েরকাটা বাস স্ট্যান্ড এ প্রতিনিয়ত এনাকে দেখা যায় পান সুপারি বিক্রি করতে। তবে এনার সাথে আমাদের পরিচয় আজ থেকে ৬মাস আগে , এনার চোখের সমস্যা থাকায় সেই সময় এনাকে আমরা বিনামূল্যে চশমা প্রদান করেছিলাম , তখন থেকেই এই ঠাকুমার সাথে পরিচয় । তাই আজ আমরা মহা অষ্টমীতে তার হাতে একটি নতুন শাড়ী তুলে দেই , শাড়ী পেয়ে ঠাকুমা খুব খুশি যেটা বলে বোঝানোর মতো না। তবে আমরাও খুশি হলাম এটা শুনে কাল আমাদের দেওয়া শাড়িটি পড়েই কাজে আসবে।
©K I R A N - Dhupguri
留言