KIRAN DHUPGURI Date - 24.06.2021
কাল রাতে আমাদের কাছে খবর আসে এক বাড়িতে চারজন সদস্যের মধ্যে একবছরের বাচ্চার বাদে বাকি তিনজনের করোনা পজিটিভ , রয়েছে বয়স্ক মা। দরকার তাদের Oximeter এর। আমাদের কাছে Oximeter না থাকায় জোগাড় করে আজ সকালে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক তারা এই কামনাই করি।।
Comentários