















KIRANDHUPGURI Activity - 117Date - 15.01.2025
স্বর্ণায়ু সাহা এর জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে একবেলার খাবার এর ব্যাবস্থা ( মেনুতে - ভাত , ডাল , ভাজা , মাংস ও মিষ্টি)। স্বর্ণায়ুর এর জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা , আগামী দিনগুলো তোমার ভালো কাটুক , অনেক বড়ো মনের মানুষ হয়ে ওঠো এভাবেই এই মানুষ গুলোর পাশে এসে দাঁড়াত্ত আগামীদিনগুলোতে । নিজের জন্মদিন পালনে এত সুন্দর চিন্তা ভাবনার নেত্তয়ার জন্য স্যালুট 'কিরণ ধূপগুড়ি' পরিবারের পক্ষ থেকে।
এভাবে আপনারত্ত আপনাদের বিশেষ দিন গুলোর আনন্দ ভাগ করে নিতে পারেন এই কচিকাঁচাদের আনন্দদানের মাধ্যমে।।
𝔾𝕖𝕥 𝕀𝕟 𝕋𝕠𝕦𝕔𝕙
Comments