top of page
Search
Writer's pictureDipayan Dutta

HAVEN (a Shelter home for old age homeless)

K I R A N Date-13.08.2018 Activity-9

আজ আমারা গিয়ে ছিলাম বিরপাড়ার. HAVEN (a Shelter home for old age homeless) এ যেখানে ১০-১২ জন এর মতো বয়স্ক বৃদ্ধ, বৃদ্ধা থাকেন। সাজু তালুকদার (দাদা) ওনাদের দেখ ভাল করেন। ভালো লাগলো সকলের সাথে কথা বলে। আমাদের প্রত‍্যোক কেই দরকার সাজু দাদার মতো লোকের পাশে দাঁড়ানো।

আজ আমরা সেখানে নিয়ে যাই পুরোনো জামাকাপড়, দৈনন্দিন দ্রব্যাদি (আটা,ডাল, চিনি, বিস্কুট, পাঁপড়, পেস্ট, ব্র্যাশ, আচার,সাবান,সাফ, সোয়াবিন,লবন,তেল,ছাতু,চা-পাতা,পেন)

সবশেষে সকলকে মিষ্টি মুখ করিয়ে আসি।আসার সময় কথা দিয়েছি আমরা আবার যাবো।

যারা আমাদের জিনিস পএ দিয়ে কিছুটা সাহায্য করেছে (সৌরভ,টুকাই,সমিক,রিমা, রাজু)

যারা এবার যেতে পারিস নি (সৌরভ,কমল, টুকাই, সুভাশিষ, অঙ্কিতা,রাজু,ডলি,গুড়িয়া)তারা পরবর্তিতে চেষ্টা কর যাওয়ার।


3 views0 comments

Comments


bottom of page