KIRANDHUPGURI
Activity - 100
Date - 01.01.2024
#কিরণ_ধূপগুড়ি
#ষষ্ঠ_বর্ষপূর্তি
এক কথায় বছরের প্রথম দিন এর থেকে ভালো কিছু হতে পারে না।
প্রতি বছরের ন্যায় আজকের দিনটি অর্থাৎ কিরণ ধূপগুড়ি এর ষষ্ঠ বর্ষ পূর্তি একটু ভিন্ন ভাবেই পালন হলো ।। আজ থেকে ছয় বছর আগে কাজটা যে ভাবে শুরু হয়েছিল আজত্ত সেই ভাবেই চলে আসছে , বছরের প্রথম দিনটা একটু ভিন্ন ভাবে উদযাপন।। এবছর চলে গিয়েছিলাম মেখলিগঞ্জ এলাকাবাসীর কাছে , সেখানকার কচিকাঁচাদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয় , এবং মোট ৪০ জন দাদু ও ঠাকুমাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছিল । অঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রত্যেক কচিকাঁচাদের হাতে আমার খাতা , পেন্সিল , রং বক্স , কলম ও রবার তুলে দেওয়া হয়।। দাদু , ঠাকুমা থেকে কচিকাঁচারা প্রত্যেকেই তারা খুশি বছর প্রথম দিনটা এভাবে কাটবে তারাত্ত কল্পনা করতে পারে নাই।। ধন্যবাদ মেখলিগঞ্জ কলেজ এর ভাই , বোনদের তোরা পাশে না থাকলে এই কাজটা কোন ভাবেই সম্ভব হতো না। ধন্যবাদ মেখলিগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ ও প্রধানশিক্ষক কে এই ধরনের কর্মকাণ্ড করার অনুমতি দেওয়ার জন্য।। সব শেষে ধন্যবাদ আপনাদেরকে আপনারা কম্বল দিয়ে পাশে না দাড়ালে আজকের কাজটি কোন ভাবেই সম্ভব হতো না , এভাবেই আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন ।। নতুন বছরের শুভেচ্ছা রইলো সকলকে , সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।।
𝔾𝕖𝕥 𝕀𝕟 𝕋𝕠𝕦𝕔𝕙
📱+91 8001618563
✉️contact@kirandhupguri.com
🌐www.kirandhupguri.com
Comments