কিরনের তৃতীয় জন্মদিন উপলক্ষে
- Dipayan Dutta
- Aug 13, 2021
- 1 min read
K I R A N - Dhupguri Activity - 67
Date - 01.01.2021
প্রতি বছরের মতো এবছরও কিরন এর তৃতীয় জন্মদিন পালন করা হলো ভিন্ন ভাবে ।। বাকি দের মতো বছরের প্রথম দিন টি হইহুল্লোড় না করে একটু অন্য ভাবেই এই দিনটি কাটানো হলো।। দিনটির শুরু হয় বৃক্ষরোপণ এর মধ্যে দিয়ে ।। বেশ কিছু চারা গাছ রোপণ এর সাথে সাথে কয়েকজন দুঃস্থ পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্ৰী ও নতুন বছরের শুভেচ্ছা স্বরুপ হাতের তৈরী গ্ৰীটিংছ কার্ড দেওয়া হয় , আজকের দিনে হাড়িয়ে যাওয়া এই উপহার টি পেয়ে খুব খুশি ছোট ছোট ভাই বোনেরা।। সব শেষে কাটা হয় কেক (এবছরের কেক কাটে ছোট দুই বোনেরা) ।। তবে যে কথাটা না বলেই নয় , টিমের প্রত্যেক সদস্য ও সদস্যাদের পাশাপাশি আপনাদের সকলের ভালবাসা ও আশির্বাদ এর জন্যই আজ কিরন ছোট ছোট পায়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো।। আগামী দিন গুলোতেও আপনাদের স্নেহ ও ভালোবাসা মাথায় নিয়ে আমাদের , আপনাদের ও সকলের প্রিয় এই ছোট্ট সংগঠন টি আরো অনেক অনেক বেশি কাজ করবে এই কামনা করি।। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন , এই ভাবেই আমাদের পাশে থাকুন।। ধন্যবাদ।।
©K I R A N - Dhupguri
Comments