top of page
Search

কিরণের জন্মদিন পালন

  • Apr 10, 2019
  • 1 min read

K I R A N Activity-19 Date-01.01.2019

KIRAN BIRTHDAY CELEBRATE

।। হোকনা বছরএর প্রথমদিনটা একটু অন্যরকম।।

আগের বছরের মতো এবছরও বছরের প্রথম দিনটি একটু অন‍্যরকম ভাবে শুরু করলাম। তারমধ্যে দেখতে দেখতে K I R A N এর এক বছর হয়ে গেল। K I R A N এর জন্মদিন উপলক্ষে আজ আমরা চলে গেলাম HEAVEN SHELTER HOME FAMILY (Birpara) এর সাথে কিছু সময় কাটাতে । Saju Talukdar (sir) এর SHELTER গিয়ে আমাদের ও খুব ভালো লাগে,তাই এই নিয়ে দুবার যাওয়া। নতুন SHELTER থেকে চারপাশের দৃশ্য টি সত‍্যি দেখার মতো, সত্যি আজকের এই দিনটি আমাদের কাররই ভোলার মতো না।

সেখানে দিয়ে প্রথমে SHELTER এর আবাসিক দের নিয়ে হলো কেক কাটা,তার পর আমাদের তরফ থেকে তাদের জন্য ছিল দুটো গিফ্ট এক. যেটা প্রায় বলতে গেলে বন্ধ হয়ে গেছে , গ্ৰিটিং কার্ড এটা দিয়ে আমরা SHELTER এর সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। দুই. SHELTER FAMILY এর সকল কে নিয়ে একটি ফ্রেম বন্দি করে দেওয়া হয়। সাথে SHELTER HOME এর জন্য 2000/- টাকা তুলে দেওয়া হয়। সেখানকার কচি কাচাদের সাথে ও কাটানো হয় কিছু সময়। কথা দিয়েছি এর পরেও তারা আমাদের পাশে পাবে।

ধন‍্যবাদ তাদের কে যারা এত দিন আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন , পরবর্তী দিন গুলি তে যেন এভাবেই আমাদের পাশে দাঁড়িয়ে থাকবেন এটাই আমরা চাইবো।


 
 
 

Comments


Copyright@2024 by KIRANDHUPGURI

​​Call us:

+91 80016 18563

Find us:

Dhupguri, Jalpaiguri, West Bengal, Pin - 735210

Powered by CloudBay India

bottom of page