top of page
Search
Writer's pictureDipayan Dutta

ALL BENGAL TALENT HUNT BOXING COMPETITION এ কল‍্যান এর সাফল্য

কিছু দিন আগে খবর এর কগজে কল‍্যান নামে এক বক্সিং প্লেয়ার এর কথা বের হয়ে ছিল। যার বয়স ১৩ বছর ধূপগড়ির বাসিন্দা। পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় বলে কল‍্যান এর বক্সিং সরঞ্জাম এর জন্য কিছু সাহায্যের দরকার ছিল। আমরা খবর পাওয়া মাএ কল‍্যান এর বাড়িতে যাই, এবং তার বক্সিং কোচ জনার্দন বাবুর সাথেও কথা হয়। আমাদের KIRAN ™ থেকে খুবই সামান্য পরিমাণ টাকা তুলে দেওয়া হয়।

এখন এতটাই ভালো লাগছে যে


আমরা এটাই কামনা করব কল‍্যান আরো বড়ো হয়ে উঠুক। দেশের মুখ উজ্জ্বল করুক।

1 view0 comments

Commentaires


bottom of page