K I R A N
Activity -51
Date - 18.12.19
ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এর বাসিন্দা বছর ৬৫ এর প্রতিভা রায় ছোটবেলায় বাল্যবিবাহের শিকার হয়েছিল , খুব কম বয়সেই এক বৃদ্ধের সাথে তার বিয়ে হয় , বিয়ের পর দুই সন্তানের মা হন , তার কিছু দিন পর তার বৃদ্ধ স্বামী ও মারা য়ায়। দুই সন্তানের মধ্যে ছেলে সন্তান ও ছোট বেলায় মারা যান। মানুষের বাড়িতে কাজ করে কন্যা সন্তানকে মানুষ করে বিয়ে দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর মেয়েটিও মানসিক ভারসাম্য হীন হয়ে মায়ের কাছে ফিরে আসে। কয়েক বছর পর তার শেষ সম্বল মানসিক ভারসাম্য হীন মেয়েটিও মারা যান। তার পর তার পরিবার বলে কিছুই থাকে না। মাঠে ও মানুষের বাড়িতে কাজ করেই তার দিন চলছিল। কিন্তু কয়েক বছর ধরে শ্বাস কষ্ট ও বিভিন্ন শারীরিক সমস্যার জন্য কেউ তাকে কাজের জন্য ডাকে না। এই শারীরিক সমস্যার জন্য তাকে মাঝে মধ্যে অনাহারে পড়ে থাকতে হয় , এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকে না বর্তমানে এই ভাবেই দিন কাটছে তার। এই খবর #উওরেরমুখনিউজপোরটাল থেকে পাওয়া মাএই আজ আমরা ঠাকুমার বাড়ি গিয়ে আমাদের সাধ্য মতো ঠাকুমার জন্য খাওয়া সামগ্রী দিয়ে আসা হয়।
খাবার সামগ্রী-
১. এক বস্তা চাল
২. এক কেজি চিনি
৩. এক কেজি মুশুর ডাল
৪. এক কেজি মুড়ি
৫. ২৫০গ্ৰ্যাম ঘি
৬. ৫০০গ্ৰাম সোয়াবিন
৭. দুই কেজি লবন
৮. এক কেজি রিফাইন তেল
৯. এক প্যালেট ডিম
১০. দুই প্যাকেট বিস্কুট
১১. এক প্যাকেট হলুদ
এছাড়া ঠাকুমার জন্য শীতবস্ত্র হিসেবে
১. একটি কম্বল
২. একটি শাল দিয়ে আসা হয়।
কথা দিয়েছি পরবর্তীতেও আমরা ঠাকুমার কাছে আবারো যাবো।
©K I R A N - Dhupguri
🌐https://kirandhupguri.wixsite.com/website
Comments