top of page
Search
Writer's pictureDipayan Dutta

২৬ ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে...

K I R A N - Dhupguri Activity - 57 Date - 26.01.2020

#specialdayspecialmoments ২৬ ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটিকে বেশীর ভাগ লোক কোথায় ঘুরতে যাওয়া ও পিকনিক খাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করে। আমদের কাছেও দিনটি ছিলো সেই রকম এর ই কিছু তবে একটু ব্যতিক্রম আমরা আজকে দিনে চলে গিয়েছিলাম জায়গির পাড়া বসতিতে(বীরপাড়া), বসতির মানুষ গুলোর হাতে তুলে দেওয়া হলো আপনাদের দেওয়া নতুন ও পুরোনো শীতবস্ত্র , সত্যি কথা বলতে কি জানেন..? এসব জায়গায় না আসলে আপনি বুঝতে পারবেন না , এক একটি পুরনো শীতবস্ত্র এর কি মূল্য। ভালো থাকুক প্রতিটি বসতির মানুষেরা। বসতির লোকেরাও আজ খুব সহযোগিতা করেছেন এই কাজে ধন্যবাদ তাদেরকেও। সেখান থেকে ফেরার পথে সাজু দার আশ্রয় গৃহে সকলে মিলে হয়ে গেল ছোট্টো করে পিকনিক মেনুতে ছিল খিচুরি , লাবারা , পাপড় ।খিচুরি , লাবরা টা খুব ভালো হয়েছিলো। অনেক অনেক ধন্যবাদ সাজু তালুকদার দাদাকেও সব সময় আমাদের সাথে থাকার জন্য। এবার বলুন আজকের দিনটা কাদের ভালো কাটলো আপনাদের না আমাদের...?






1 view0 comments

Comments


bottom of page