হোক না এবার পূজোয় অন্য রকম ২
- Dipayan Dutta
- Apr 10, 2019
- 1 min read
K I R A N Activity-14 Date-4.10.18
কিছু দিন আগে আমরা খবর পাই ফালাকাটার শালকুমার এলাকার এক দূঃস্থ পরিবারের। সেই পরিবারের একমাত্র ভরসা অর্থাৎ আমাদের প্রত্যেক এর পরিবারের ভরসা বাবা , সেই মোহন বিশ্বাস কিছু দিন আগে মারা যান ক্যানসার এ আক্রান্ত হয়ে , সংসার টানার মতো বলতে কেউ নেই। আত্মীয় স্বজন বলতে বিপদের সময় কয়েকজন কেই পাশে পাওয়া যায়। এখন তার স্ত্রী গোপা বিশ্বাস তার তিন মেয়ে ( মনীষা, তৃষ্ণা, বিপাশা) কে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন। স্বামীর চিকিৎসার জন্য যা জমি জমা ছিল সবটাই বিক্রি করে দিয়েছেন। শুধু এখন থাকার জন্য বাড়ি টা রয়েছে। বাবা হাড়ানো কষ্ট টা যে কি, যার হাড়ায় সেই একমাত্র বোঝে, জীবন থেকে আধেক টা সুখ চলে য়াওয়ার মতোন।
খবর পাওয়ার পর আজ গিয়ে ছোট্ট বুনুদের জন্য পড়াশোনার সামগ্রী, সাথে পূজোর র নতুন জামা কাপড় তাদের হাতে তুলে দেওয়া হয় , ও গোপা দির হাতে পূজোর নতুন শাড়ি তুলে দেওয়া হয়। আসার সময় কথা দিয়েছি আমরা তাদের পাশে থাকব, পরবর্তীতে আমাদের সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করব।
Commentaires