top of page
Search
Writer's pictureDipayan Dutta

হোক না এবার পূজোয় অন্য রকম

K I R A N Activity-13 Date-02.10.18

" হোক না এবার পূজোয় অন্য রকম "

ধূপগুড়ির দক্ষিণ খয়ারবাড়ির বাসিন্দা বিশ্বনাথ বাবুর পরিবার এর অবস্থা খুবই খারাপ শুনে কিছু দিন আগে গিয়ে চাল,ডাল, চিনি, সোয়াবিন, তেল, বিস্কুট ইত‍্যাদি খাওয়ার সামগ্রী তুলে দিয়ে আসি। এবং কথা দিয়েছিলাম আমারা তাদের পাশে থাকব আমাদের সাধ‍্য মতো।

পূজোয় নতুন জামা কাপড় পড়তে কার বা ইচ্ছে না করে..? সে যতই গরীব হোক না কেন।

তাই বিশ্বনাথ বাবুর পরিবার এর পাঁচ জন কে আমরা পূজোর নতুন জামা কাপড় তুলে দেই। এটা আমাদের সকলের থেকে তাদের জন্য ছোট উপহার, যাতে আর ১০টা লোক এর মতো তারাও পূজোর দিন গুলিতে আনন্দ উপভোগ করে এটাই আমরা চাইবো।

দিদি ও দিদির ছেলে খুব খুশি। উপহার গুলি পেয়ে। আর এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি।

যেসব ব্যক্তিরা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ K I R A N ™ এর প্রত‍্যেক মেম্বারদের।


10 views0 comments

Comments


bottom of page