K I R A N Date-6.09.18 Activity-12
ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্ৰাম পঞ্চায়েতর অন্তগত দামবাড়ি এলাকায় বিশ্বনাথ মন্ডলের দুই মানসিক প্রতিবন্ধী ছেলে ,স্বামী পরিত্যকতা মেয়ে ও মেয়ের ছেলেকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছে।
সংসারে কাজ করার মতো শুধু বিশ্বনাথ বাবু । একদিন কাজ না করলে পাঁচ জন কেই না খেয়ে থাকতে হয়। খুবই অভাবের সংসার। এই খবর পাওয়া মাএই আমার আজ সেখানে গিয়ে চাল,ডাল, তেল,লবন, চিনি, বিস্কুট, মুড়ি,চিড়া,গূড় দিয়ে আসি আমাদের সাধ্য মতো। কথা দিয়েছি পরবর্তি তে যতটা পারব সাহায্য করব।
ধন্যবাদ K I R A N ™ এর সকল মেম্বারদের এভাবে পাশে থাকার জন্য।
**** সকালের কাছে একটাই অনুরোধ আপনারাও এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।কারন বিন্দু বিন্দুতেই সিন্ধুর সৃষ্টি হয়।****
Comments