K I R A N Activity-15 Date- 11.10.18
নাম = বাবন পাল (২০) পিতা = মৃত সংকর পাল মাতা = অনিতা পাল(অন্যের বাড়িতে কাজ করেন) ঠিকানা= ঘোষ পাড়া, ওয়ার্ড নং ১১ ***বাবন একজন দুঃস্থ মেধাবী (২০১৮ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করেছে) ছাত্র সে গুরুতর ভাবে অসুস্থ, তার মাথায় জল জমে গেছে আর সঠিক চিকিৎসার জন্য অনেক টাকার দরকার৷
তাই আমরা আজ বাবান এর বাড়ি গিয়ে আমাদের সাধ্য মতো ১০০০/- টাকা তুলে দিয়ে আসি। বাড়ির লোক ও খুব খুশি হয়েছে। ওকে সম্ভবত কালি পূজোর পর ব্যাঙ্গালোর নিয়ে যাবে বাড়ির লোকের সাথে কথা বলে যা বোঝা গেলো। ভাই তুই ভালো হয়ে ওঠ এটাই কামনা করি।
আপনারাও চেষ্টা করবেন এই ছোট্ট ভাই টির পাশে দাঁড়ানোর।
Comments