K I R A N Activity - 52 Date - 1.01.2020
কিরন এর জন্মদিন উপলক্ষে #300sanitarynapkindristribution
বছর এর প্রথম দিন , যেখানে বাকিরা শুরু করে হুইহুলোড় , নাচগান ও পিকনিক এর মধ্য দিয়ে , সেখানে K I R A N™ এ বছর শুরু করলো ডিমডিমা চা বাগান এলাকায় সংখ্যাগরিষ্ঠ মহিলাদের হাতে
৩০০ টি স্যানিটারি ন্যাপকিন বিতরন এর মধ্য দিয়ে , কারন শহরের মেয়েরা আর্থিক দিক দিয়ে মজবুত হলে ও গ্ৰাম ও চা বাগান এলাকার মেয়েরা এখনো আর্থিক দিক দিয়ে অনেক অনেক দুর্বল , তারা পিরিয়ডের সময় ছেড়া কাপড় ও নেকড়া ব্যবহার করছে যা শরীরের পক্ষে প্রচন্ড পরিমানে ক্ষতিকর। এর জন্যই আমাদের এই উদ্যোগ। শুধু মাত্র আজ K I R A N এর জন্মদিন উপলক্ষেই এই কাজটা নয়, আমরা প্রত্যেকে তিন মাস অন্তর অন্তর আমরা ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পৌঁছে যাবো এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে সংখ্যা গরিষ্ঠ মহিলাদের হাতে তুলে দিতে। অনেক অনেক ধন্যবাদ সাজু তালুকদার দাদা কে দাদা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ও ধন্যবাদ আকাশ ভাইকে(সাজু দার ছেলে)
©K I R A N - Dhupguri
Comments