top of page
Search
Writer's pictureDipayan Dutta

স্মৃতির উদ্দেশ্যে রক্ত দান শিবির

K I R A N - Dhupguri Activity - 59 Date 14.02.2020

বাকিদের মতো আমরাও ভালোবাসার দিন উদযাপন করলাম তবে একটু অন্য ভাবে,২০১৯ সালের আজকের দিনেই ভারতমাতার জাওয়ানরা পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন তাই আজ তাদের স্মৃতির উদ্দেশ্যে K I R A N™ এর পক্ষ থেকে কালিরহাট ব্লাইন্ড স্কুলের ছোট ছোট খুদেদের দিয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি যানানো হয় ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় , এবং আজকের এই ভালোবাসার দিনে স্কুল এর বোনেদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন (প্যাড) তুলে দেওয়ার পাশাপাশি কালিরহাট এর বড়ো কালি মায়ের মেলা চত্বরে অসহায় দুস্থদের হাতে শুকনো খাবার এর প্যাকেট তুলে দেওয়া হয়। সব শেষে স্কুলের বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন , মেনুতে ছিল ভাত,ডাল,পাপড়ভাজা , ডিমের কারি। বাচ্চারা পেট ভড়ে খেয়েছে , মানে আমাদের খুশি ডবল হয়েছে।

©K I R A N - Dhupguri


6 views0 comments

Comments


bottom of page