KIRANDHUPGURI Activity - 78 (প্রথম পর্ব) Date - 25.09.22
দেবীপক্ষের সূচনায় আজ আমরা পৌছে গিয়েছিলাম জলঢাকা আলতাডাঙা চা বাগানের ১০৬ জন কচিকাঁচা, দিদি , দাদা , ভাই ও বোনদের হাতে শারদীয়া উপহার তুলে দিতে। হ্যা তারা অল্পতেই অনেক খুশি এই ছবি গুলো তা বলে দেয় , তবে সেই মুহূর্ত গুলো সামনে থেকে অনুভব করার স্বাদ টাই আলাদা সেটা বলে বোঝানোর মতোনা। এই কাজগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা পাশে ছিলেন বলেই , আপনারা পাশে ছিলেন বলেই ওদের মুখে আমরা হাঁসি ফোটাতে পেরেছি। দিনের শেষে এর থেকে আর বেশি কি চাই...?
Comments