top of page
Search
Writer's pictureDipayan Dutta

শারদীয়া উপহার ২৪






































KIRANDHUPGURI

Activity - 107

Date - 06.10.2024


#শারদীয়া_উপহার_২৪

#আসছে_মা_উপহার_হাতে


ছবি ও যখন হেঁসে উঠে । মহাচতুর্থীতে বেড়িয়ে পড়লাম আমারা বামনডাঙ্গা চা বাগানের উদ্দেশ্যে , সেখানকার কচিকাঁচাদের হাতে পূজোর জামাকাপড় তুলে দিতে ও তাদের সাথে উপহার এর আনন্দ ভাগ করে নিতে। সত্যি কথা বলতে এই তৃপ্তি টাই অন্যরকম ছিলো এগুলো নিজে চোখে না দেখলে অনুভব হয়না , বিগত ৪৫ দিনের প্রত্যেক সদস্য ও সদস্যাদের অক্লান্ত পরিশ্রম ওদের হাঁসিমুখ গুলোতেই পূর্ণতা পেয়েছে। এবছর মোট ২৪২ জন কচিকাঁচাদের মুখের হাসির কারন হতে পেরেছি , যেটা বিগত ৬ বছরের তুলনায় বেশী। এটা একটা আলাদা রকমেরই অনুভূতি ছোট দের হাঁসি মুখ ও বড়োদের আশির্বাদ দিনের শেষে এসব নিয়েই আমাদের বাড়ি ফেরা।। অসংখ্য ধন্যবাদ 'কিরণ ধূপগুড়ি' প্রত্যেক শুভানুধ্যায়ীদের আপনারা পাশে ও সাথে ছিলেন বলেই হয়তো এতটা সম্ভব হয়েছে , আর হয়তো এই কারণে আমরা এতটা পথ অতিক্রম করেছি। আশা রাখছি আগামী দিন গুলোতে এভাবেই আমাদের পাশে থাকবেন।


𝔾𝕖𝕥 𝕀𝕟 𝕋𝕠𝕦𝕔𝕙


📱+91 8001618563

✉️contact@kirandhupguri.com

59 views0 comments

Comments


bottom of page