top of page
Search
Writer's pictureDipayan Dutta

কিরনের পথ চলার চারটি বছর পূরন

Updated: Jan 3, 2022

KIRANDHUPGURI Activity - 73 Date - 01.01.2022

আজ "কিরনধূপগুড়ির" চতুর্থ জন্মদিন একটু অন্য ভাবে পালন করা হলো । আজ এই বিশেষ দিনে বিশেষ দু'জন মানুষকে ডেকে ছিলাম বিরেন দাদু ও ঋতিকা বোন সকলে এদের কে ভুলে গেলেও হয়তো কিছু সংখ্যক মানুষের এদের কথা মনে আছে। তাদের কে দিয়েই আজকের কেক কাটানো হলো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি ২০২০ সালে "বুক ব্যাঙ্ক" চালু হলেও তখন আমাদের কাছে পযাপ্ত পরিমাণে বই ছিলো না , তবে ইচ্ছে ছিলো সঠিক ভাবে "বুক ব্যাঙ্ক" গঠন করার। তবে আজ সেই সপ্নটা কিছুটা হলেও সফল হয়েছে , তাই আজকের বিশেষ দিনে বিরেন দাদু ও ঋতিকা বোনের হাত দিয়ে "বুক ব্যাঙ্ক" পুনরায় চালু করা হলো। আজকের দিনে আমাদের "বুক ব্যাঙ্কে" ৪৫০+ বই আছে এই সংখ্যা দিন দিন বাড়ছে, হয়তো ধূপগুড়ির মধ্যে আমরাই প্রথম এই ধরনের কাজ শুরু করেছি , যেখান থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীরা তাদের যে কোন ক্লাসের প্রয়োজনীয় বই এর জন্য আবেদন করে বই সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আশা করছি এই কাজে আপনাদের প্রত্যেককে কাছে পাবো। সাথে বিরেন দাদু ও ঋতিকা বোন কে ঠান্ডার পোশাক দেওয়া হলো। শুধু এতটুকু বলার আপনার বিগত দিন গুলোতে যেভাবে পাশে ছিলেন আগামী দিন গুলোতে ঠিক একি ভাবে পাশে চাই।




13 views0 comments

Comments


bottom of page