K I R A N - Dhupguri Activity-27 Date-17.02.19
আমরা ঠিক আগের রবিবার অর্থাৎ ১০.০২.১৯ তারিখে ও ধূপগুড়ি ৭ নম্বর ওয়ার্ড এর সিনেমাহল পাড়ার বাসিন্দা সমীর বাবুর ছেলে

শুভঙ্কর কে দেখতে গিয়েছিলাম তার সমস্যা সে ঠিক মতো কথা বলতে পারেনা। আমরা কথা দিয়েছিলাম আগামি এক সপ্তাহের মধ্যে যতটুকু সাহায্য পারবো তাদের হাতে তুলে দিব। তাই আজ আমরা শুভঙ্কর এর মা এর হাতে খুব সামান্য পরিমাণ (১৬০০/- টাকা) অর্থ তুলে দেওয়া হয়। আমাদের সাধ্য মতো পরবর্তীতেও তাদের পাশে থাকব এও কথা দিয়েছি।যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কেউ অসংখ্য ধন্যবাদ এই ভাবেই আপনারা আমাদের পাশে নয় সাথে থাকবেন। শুভঙ্কর পুরোপুরি সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি আমরা।
(পরবর্তী কর্মসূচি গুলোর জন্য কেউ আমাদের সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন- 8001618563)
Comments