KIRAN DHUPGURI
Activity - 105
Date - 21.08.2024
নাথুয়াহাট এর বাসিন্দা, শান্তি দে ( সঠিকভাবে চলাফেরা ও কথা বলতে পারে না ) ছোট দুই ছেলেকে নিয়ে তার এই সংসার । শরীরের এই অবস্থায় শান্তি বাবুর তেমন কোন কাজ জুটে না , দোকান দোকান ভীক্ষাবৃত্তি করে কোন ভাবে দিন যাচ্ছে। তবে বাড়িতে দুই ছেলে রয়েছে তাদের ই বা পেট চলবে কিভাবে..? এমন কিছু কিছু দিন গিয়েছে সারাদিনে একবেলা বিস্কুট খেয়ে পুরো দিন পার করেছে তারা। এমন অবস্থায় আমাদের কাছে খবর আসলে আমরা গিয়ে দিন ১৫ খাদ্যসামগ্রী তুলে দেই পরিবারটির হাতে।
• চাল - ২৬ কেজি
• মুশুড় ডাল - ২ কেজি
• চিনি - ১ কেজি
• সোয়াবিন - ১ কেজি
• মুড়ি - ১ কেজি
• লবন - ১ কেজি
• সরিষা তেল - ১ কেজি
• বিস্কুট
• সাফ
• সাবান
• পেস্ট
• মশলা গুঁড়ো
Comments