K I R A N - Dhupguri
Activity - 50
Date - 8.12.19
ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার বাসিন্দা(৬) রূপা চাকি , স্বামীর নাম দীপক চাকি , ছেলের নাম রাজদ্বীপ চাকি। বছর চারেক আগে দীপক বাবু এক পথ দুর্ঘটনায় মারা যান ( দীপক বাবু পেশায় বাসের মাল পএের ওঠানো নামানোর কাজ করতেন। বছর চারেক আগে জলপাইগুড়ির দিনবাজারে এক বাসের হূটে মাল পএ রেখে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ বাসটি ছেড়ে দেয় , সেই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিচে পড়ে যান , মাথায় গুরুতর ভাবে চোট লাগার কারনে সে মারা যান। স্বামীর মৃত্যুর পর মা ও ছেলের সংসার কোন ভাবে দিন চলে তাদের অন্যোর বাড়ি বড়ি কাজ করে যতটুকু অর্থ আসে সেই দিয়েই তাদের সংসার চলছিল। দিন কয়েক আগে থেকে রুপা দেবীর শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না , এমনকি ডঃ দেখানোর পর ঔষধ কেনার টাকা হচ্ছিল না। তার একটাই কথা আজ আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হবে...? কে দেখবে আমার এই ছেলে কে...?
এই খবর পাওয়া মাএই আমরা তার হাতে পুরো এক মাসের খাওয়ার এর সামগ্রী , তার ছেলের পড়াশোনার জিনিস ও শীতবস্ত্র বস্ত্র দিয়ে আসি।
১. এক বস্তা চাল
২. এক কেজি চিনি
৩. এক কেজি মুশুড় ডাল
৪. এক কেজি রিফাইন তেল
৫. এক কেজি ছাতু
৬. এক পেলেট ডিম
৭. এক কেজি মুড়ি
৮. আধা কেজি সোয়াবিন
৯. দুই প্যাকেট বিস্কুট
১০. এক প্যাকেট হলুদ
সাথে রূপা দেবীর জন্য ফল দেওয়া হয়
১. আধা কেজি বেদানা
২. আধা কেজি আপেল
ভাই এর পড়াশোনার জন্য
১. পাঁচটি খাতা
২. পাঁচটি পেন্সিল
৩. দুটি রবার
সাথে তাদের জন্য শীতবস্ত্র ও একটি কম্বল দিয়ে আসা হয়। কথা দিয়েছি পরবর্তীতেও কোন রকম অসুবিধায় আমরা তাদের পাশে ও সাথে থাকবো।
http://www.facebook.com/dpgkiran2018
https://kirandhupguri.wixsite.com/website
コメント