KIRANDHUPGURI Activity - 71 Date -09.09.21
ধূপগুড়ি ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ রায় (বয়স ২৬) পেশায় অ্যাম্বুলেন্স ড্রাইভার এক জটিল রোগে আক্রান্ত । পরিবারে রয়েছে তার মা , বাবা , স্ত্রী ও তার ২বছরের একটি মেয়ে । পরিবার চলতো কৃষ্ণার আয়ের উপর আজ সেও কাজ করতে পারছে না , এই অবস্থায় তার চিকিৎসার খরচ , সংসার খরচ ও বাচ্চার সমস্ত খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই খবর কিছু দিন আগে জানানো হলে আমরা আজ তাদের বাড়ি গিয়ে সব টা শুনে আমাদের সামর্থ্য অনুযায়ী ১০০০/- টাকা তুলে দেওয়া হয় তাদের হাতে , যদি ও এই অর্থ খুবই সামান্য মাত্র।
যদি কোনভাবে কোন হৃদয়বান ব্যাক্তি এই পরিবারের পাশে দাঁড়াতে চান , ওই ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে যাতে ওর বাবা আবারো সুস্থ হয়ে উঠে আগের মতো। তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের পরিবারের সাথে
কৃষ্ণার মায়ের নাম্বার (কাজল রায়) 8927574248
Comments