KIRAN DHUPGURI Activity - 69 Date - 03.06.2021
আমাদের সুখে থাকতে ভূতে ধরে। যার কিনা বাড়ি প্রবেশ করতে হয় জঙ্গল এর মধ্যে দিয়ে। ধূপগুড়ি ১নং ওয়ার্ডের জঙ্গল পাড়ার এক দাদু ও দিদা হারাধন মন্ডল ও বিমলা মন্ডল লকডাউন এর আগে সংসার চলতো ওই শাক পাতা বিক্রি করে , তাও সপ্তাহে দুদিন বিক্রি করতো , দিনে আয় ৮০/৯০ টাকা। এই অবস্থায় কিছু দিন আগে বয়স্ক ভাতার টাকা দিয়ে গোপালের জন্য একটা সিংহাসন নিয়েছে , নিজের সংসার চলবে কিভাবে সেই সব না ভেবে। কিন্তু তাদের বিশ্বাস ছিল গোপাল এর উপর কেউ তাদের পাশে দাঁড়াবে। গোপাল সেই বিশ্বাস রেখেছে , কাল ধূপগুড়ির এক সংবাদ পোর্টাল এ খবর বেড়োনো মাত্র আজ অনেকেই গিয়েছে খাদ্য সামগ্রী নিয়ে হয়তো তাদের ২-৩ মাস চলে যাবে। তাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ এই ভাবে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য কিরন টিম এর পক্ষ থেকে। খবর টা দেখে যেহেতু আমাদের ও খারাপ লাগে তাই দেরি না আমরাও যাই , বর্তমানে খাদ্য সামগ্রীর যথেষ্ট মজুত আছে, তাই আমরা আর খাদ্য সামগ্রী দেই না । দাদু , দিদার কাছে জানতে চাই এখন তোমাদের কোনটা বেশি দরকার কোনটা পেলে বেশি উপকৃত হবে তারা বলে তাদের দুজনের শরীর ভালো নেই , সেটা শুনে দাদু কে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই , কিছু দিন পর দিদাকে নিয়ে যাবো আমরা । সব থেকে ভালো খবর কি জানেন যেই ডাক্তার কাছে নিয়ে গিয়েছি সেই ডাক্তার ও তাদের দুজনের চিকিৎসা বিনামূল্যে করবে। ধন্যবাদ ডাক্তার বাবুকে। শেষে দাদু কে বাড়ি পৌঁছে দিয়ে তাদের হাতে ৫০০/- টাকা ও কিছু মাস্ক ও স্যনিটাইজার তুলে দেই। সাথে এটাও কথা দিয়েছি মাঝে মধ্যেই খোঁজ খবর রাখার জন্য আমরা জাবো।।
এই সুন্দর মূহূর্তের পুরো ভিডিও থাকছে আমাদের YouTube Channel এ
YT link https://youtu.be/OYP2oLy1Lj0
সকলের কাছে অনুরোধ সকলে Channel টিকে Subscribe করে আমাদের পাশে থাকুন আর Channel টিকে সকলের মধ্যে Share করুন।।
Comments