K I R A N
Activity - 39
Date - 06.08.2019
অনেকরই হয়তো মনে আছে আজ থেকে সাত মাস আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোট ভাই জিৎ আমাদের ছেড়ে চলে য়ায়। বলতে খারাপ লাগছে আগামী ৩.০৮.১৯ তারিখে ধূপগুড়ি নেতাজী পাড়ার বাসিন্দা সামু পাসুয়ান এর ছেলে জয় পাসুয়ান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে য়ায়। ছেলের চিকিৎসা করত করতে বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এই খবর জানতে পেরে আজ আমরা জয়ের পরিবারের হাতে সামান্য কিছু সাহায্য দিয়ে আসি।
ভাই জয় তুই যেখানে থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস।
Comments