top of page
Search
Writer's pictureDipayan Dutta

বিশ্ব পরিবেশ দিবস

KIRANDHUPGURI Date - 05.06.22

।। এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমরা নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার ।।

আজ ৫ জুন, ২০২২, বিশ্ব পরিবেশ দিবস, আমরা কিরণ ধুপগুড়ি গ্রুপের সকল সদস্যবৃন্দরা এবছরে ত্ত বিশ্ব পরিবেশ দিবসে দায়িত্ব নিয়েছি নিজেদের বাড়ি এবং তার আসে পাশের ফাঁকা জায়গাতে বৃক্ষ রোপনের এবং অঙ্গীকার করেছি এই সব গাছ গুলির পরিচর্চার। গত বারের ও তার আগের বারের গাছ গুলো অনেকটাই বড়ো এখন। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ এভাবে আপনারাত্ত চেষ্টা করুন এই কর্মসূচি কে এক বৃহত্তর রূপ দিতে। মনে রাখবেন গাছ শুধু লাগিয়ে ছেড়ে দিলে কোনো লাভ তার থেকে পাওয়া সম্ভব নয়, নিত্য জীবনের কিছুটা সময় দিন আপনার লাগানো গাছ গুলিকে। তবেই আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস সফল হবে, তবে শুধু এই দিনটিতে ঘটা করে গাছ লাগিয়ে খুব একটা লাভ হবে না, প্রতিদিন বা তা না সম্ভব হলে প্রতি সপ্তাহে গাছ লাগান এবং অন্যকে অনুপ্রাণিত করুন লাগাতে। মনে রাখবেন একমাত্র এই গাছ পূরণ করতে পারে বুক ভরে বিশুদ্ধ বাতাস নেওয়ার স্বপ্ন, কমাতে পারে বায়ু দূষণ, তাহলে আর অপেক্ষা কেন !! আজ থেকেই নিন এক নুতুন অঙ্গীকার "গাছ লাগান প্রাণ বাঁচান "।

।। গাছ লাগান , পরিবেশ বাঁচান ।।



4 views0 comments

Comentarii


bottom of page