K I R A N Activity - 66 Date - 16.07.2020
নাচ , গান , কবিতা , অঙ্কন ইত্যাদির অনলাইন এর প্রতিযোগিতা আমরা এই লকডাউনে অনেক দেখেছি আমরা প্রত্যেকেই । তেমনি আমারা K I R A N™ এর তরথ থেকে একটি ছোট্ট প্রতিযোগিতা রেখেছিলাম হ্যাঁ , গাছ লাগানো কে নিয়ে একটি ছোট্ট প্রতিযোগিতা । বিশ্ব উষ্ণায়ন রোধে দায়িত্ব নিয়েছিলাম একটু অন্য রকম কিছু করতে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অন্তত পক্ষে একটি গাছ লাগিয়ে তাকে বড়ো করে তোলার দায়িত্ব নিন প্রত্যেকেই , সেই সাথে গাছ লাগানোর ১ মিনিটের একটি ভিডিও করে সাথে বার্তা দিয়ে পাঠিয়ে দিন আমাদের। তাতে করে প্রত্যেকটি গাছ যত্নে থাকবে। সেই ভিডিও প্রকাশ করা হবে আমাদের পেজে , যেই তিনটে ভিডিও তে সব থেকে বেশি views থাকবে তাদের হাতে তুলে দিব N95 মাস্ক। কিন্তু এতে দেখা গেলো অনেক ছোট্ট ছোট্ট শিশুরাও এতে অংশগ্রহণ করছে , যেটা দেখে সব থেকে বেশি ভালো লাগলো। তাই তাদের প্রত্যেকেই উৎসাহ দিতে আমরা ঠিক করলাম প্রত্যেকের জন্য কিছু একটা থাকবে। তাই সেই তিনজন কে N95 মাস্ক দেওয়া ছাড়াও বাকিদের উৎসাহ দিতে সার্জিকাল মাস্ক তুলে দিব। এই কার্যকলাপ শুরু হয়েছিল ৭ই জুন শেষ হয়েছিল ৩০ই জুন। আজ পুরোপুরি ভাবে পুরষ্কার বিতরণ প্রক্রিয়া শেষ হলো । ধন্যবাদ সকলকে এই ভাবে পাশে থাকার জন্য। আশা রাখছি আগামীতেও এই ধরনের কার্যকলাপ নিয়ে আসবো।
©K I R A N - Dhupguri
Comments