KIRANDHUPGURI Activity - 68 (Day_3) Date - 20.09.21
বাড়িতে পাঁচ জন সদস্য , সংসারে একমাত্র উপার্জন করা ব্যাক্তির ব্রেইন স্ট্রোক (বিশ্বনাথ রায়) বিগত বহু দিন ধরে শয্যাসায়ি। ছেলে (হীরক রায়) শারীরিক ভাবে অক্ষম ঠিকভাবে হাঁটতে পারেনা , না পারে ঠিক ভাবে কথা বলতে। সংসার চলছে শাশুড়ির পাওয়া ভাতা তে মাসিক ১০০০ টাকা , এই মধ্যে থেকেই বিশ্বনাথ বাবুর চিকিৎসার খরচ পরিবারের খরচ চলে কোনভাবে। আজ আমাদের SPONSOR FOR NEEDY কর্মসূচিতে Bhaswati Roy তার জন্মদিন উপলক্ষে এই পরিবারের হাতে পুরো একমাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও সাথে আর্থিক সাহায্য তুলে দেয় নিজে দাঁড়িয়ে থেকে। Bhaswati Roy বোনকে KIRANDHUPGURI পরিবারের পক্ষ থেকে আরো একবার তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা , সাথে এই মহান চিন্তা ভাবনার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজ এই পরিবারটির হাতে যে সব খাদ্য সামগ্রী দেওয়া হলো-
১. চাল ২. মুসুর ডাল ৩. চিনি ৪. চা পাতা ৫. সোয়াবিন ৬. তেল ৭. সাফ ৮. লবন ৯. গুড় ১০. মুড়ি ১১. চিড়া ১২. ডিমের প্যালেট
এই ভাবে আপনারাত্ত এই মানুষ গুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে আপনাদের বিশেষ দিন গুলোতে অন্তত পক্ষে এক বেলার খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব নিতে পারেন আমাদের #SPONSOR_FOR_NEEDY কর্মসূচির মধ্য দিয়ে।
যোগাযোগ - 8001618563
Comments