KIRANDHUPGURI Activity - 70 (Day_3) Date -24.10.21
ধূপগুড়ি কলেজপাড়ার লালস্কুল এলাকার বাসিন্দা বীরেন রায় বয়স ৮০ ছুই ছুই তার সংসারে একমাত্র রয়েছে বয়স ১৩ এর নাতনি ঋতিকা বর্মন এর কথা হয়তো সকলেরই মনে রয়েছে। আজ আমাদের "SPONSOR FOR NEEDY" কর্মসূচিতে সুদূর কলকাতার বাসিন্দা Deuke Mitra এর কাকা স্বর্গীয় Pulak Mitra এর স্মৃতির উদ্দেশ্যে এই পরিবারটির হাতে দ্বিতীয় বার মাসের খাদ্য সামগ্রী দেওয়া হলো। তারা তিনমাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দায়িত্ব নিয়েছে , আজ তার দ্বিতীয় দিন । Deuke Mitra মহাশয়কে KIRANDHUPGURI পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মহান চিন্তা ভাবনার জন্য।
প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যা যা দেওয়া হলো:-
১. চাল - ২৫ কেজি ২. মুশুর - ২ কেজি ৩. ঘি - ২৫০ গ্ৰাম ৪. তেল - ১ কেজি ৫. সোয়াবিন - ১ কেজি ৬. মুড়ি - ১ কেজি ৭. ডিম - ১ প্যালেট
এই মানুষ গুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে আপনাদের বিশেষ দিন গুলোতে অন্তত পক্ষে এক বেলার খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব নিতে পারেন আমাদের #SPONSOR_FOR_NEEDY কর্মসূচির মধ্য দিয়ে।
যোগাযোগ - 8001618563
Comentários