IRAN DHUPGURI Activity - 69 (Day 2) Date - 03.07.21
ঠিক একমাস আগের কথা , বিমলা দিদা ও হারাধন দাদুর সাথে আমাদের পরিচয় , কথা দিয়েছিলাম পাশে থাকবো। মাঝে আরো দু দিন গিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য এবং পরে এত্ত জানতে পারি মেয়ের সাথে ফোনে কথা বলার জন্য নাকি এর কাছে ওর কাছে এই দোকানে ওই দোকানে যেতে হতো তাদের । তার পর আমরা সিদ্ধান্ত নেই আমরা তাদের হাতে ফোন তুলে দিবো তাতে করে আমাদের ও তাদের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে এবং কারো সাথে কথা বলার জন্য এর ওর কাছে ছুটতে হবে না । তাই আজ K I R A N - Dhupguri টিম গিয়ে তাদের হাতে ফোন তুলে দেয় , শুধু ফোন নয় দিদার নামে সিম কার্ড তুলে দেওয়া হয় ও তাতে একমাসের রিচার্জ করে দেওয়া হয় । ফোন পেয়ে দিদা এতটাই খুশি তার থেকে বেশি খুশি মেয়ের সাথে কথা বলে সেটা বলে বোঝানোর মতো না।
এই সুন্দর মূহূর্তের পুরো ভিডিও আসছে খুব শীঘ্রই আমাদের YouTube Channel এ
সকলের কাছে অনুরোধ সকলে Channel টিকে Subscribe করে আমাদের পাশে থাকুন আর Channel টিকে সকলের মধ্যে Share করুন।।
Comments