top of page
Search
Writer's pictureDipayan Dutta

বাচ্চাদের মুখে হাসি ফোটানোর কিছু চেষ্টা


K I R A N

Activity - 35

Date - 21.07.19


।। পূজো এসেই গেলো ।।


কিছু দিন আগে আমাদের টিম মেম্বার রিম্পার এক বন্ধু ভাস্কর (যারা বাড়ি আলিপুরে) আমাদের সাথে কথা বলে, সে চেয়েছিলো ধূপগুড়ির কালিরহাট এর ব্লাইন্ড স্কুল এর বাচ্চাদের জন্য কিছু করতে কিন্তু কি করবে সে সেটা বুঝে উঠতে পারছিলো না, তারপর আমরা তাকে বললাম যেহেতু পূজো আর বেশী দিন নেই সেই উপলক্ষে তাদের জন্য জামাকাপড় তুলে দেও , সে রাজি হয়ে গেলো সে তার পরের দিন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ৫০০০/- টাকা পাঠিয়ে দেয়। তার পর আমরা আমাদের মতো বাচ্চাদের জন্য জামাকাপড় নিতে থাকলাম, স্কুল এ থাকা ছেলে মেয়ে মিলিয়ে ২৯ জন বাচ্চাদের জন্য জামাকাপড় নেওয়া হয়। আজ ভাস্কর ও তার কলেজ জীবনের আরো কিছু বন্ধুরা তার সাথে আসে আজকের দিনটা বাচ্চাদের সাথে আনন্দে মেতে উঠতে, দিনের শুরুটা শুরু হয় স্কুল এর বাচ্চাদের নিয়ে কেক কাটার মাধ্যমে , তারপর প্রত্যেক কে জামাকাপড় দেওয়া ও প্রত্যেক কে জামাকাপড় পড়িয়ে তাদের সাথে ফটো তোলা। সব শেষে যেই কাজটা হলো, সেটা আমারা অরন্য সপ্তাহে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছে , তো আমাদের ইচ্ছে ছিলো তাদের প্রত্যেককে দিয়ে একটি করে গাছ স্কুল এর চারপাশে লাগানো , হ্যাঁ সেটাই করা হয় সাথে বাচ্চারা তাদের সাথে সহযোগিতা করে। শেষে K I R A N™ এর পক্ষ থেকে ভাস্কর ও তার বন্ধুদের জন্য থাকে উপহার। সব মিলিয়ে দারুন একটা দিন কাটলো। বাচ্চারা ও পূজোর জামাকাপড় পেয়ে খুব খুশি যারা আজ বাচ্চাদের মুখে হাসি ফোটালো তাদের কে K I R A N™ এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই বেঁচে থাক মানবিকতা।

9 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page