top of page
Search
Writer's pictureDipayan Dutta

বুক ব্যাঙ্ক এর উন্মোচন

K I R A N - Dhupguri Activity - 53 Date - 02.01.2020

।। বুক ব্যাঙ্ক এর উন্মোচন ।।

আজ আমরা গিয়েছিলাম ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত প্রতিষ্ঠিত বিদ্যাশ্রম (ধূপগুড়ি) এ সেখানে গৌরি ম্যাডাম ( আশ্রম এর শিক্ষিকা) এর হাত দিয়ে কেক কাটা ও বিদ্যাশ্রম এলাকার চারপাশের ৫০ জন দুঃস্থ কচিকাঁচাদের হাতে খাতা , রং , পেন্সিল , কলম ও রবার বিতরনের মধ্য দিয়ে আজ আমাদের বুক ব্যাঙ্কের উন্মোচন হয় সাথে তাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ও আয়োজন করা হয় , বাচ্চারা খুব খুশী ছবি একে ও নতুন রং বাক্স , খাতা , পেন , পেন্সিল ও রবার পেয়ে । সাথে তাদের নিয়ে পিকনিক এর ও আয়োজন করা হয় মেনুতে ছিল খিচুড়ি ও লাবরা বাচ্চারা খুব স্বাদ করে খেয়েছে , ব্যাস আমাদের ও পেট ভর্তি সেটা দেখে। ভালো থাকিস তোরা , তোদের সব ইচ্ছে যাতে পূরন হয় আমরা এই কামনাই করি। আজ আমাদের কার্যকলাপ এ এসেছিলেন সাজু তালুকদার দাদা (বীরপাড়া) , ধূপগুড়ির মুখোশ ব্যান্ড , আ্যানিম্যাল লাভার্স ধূপগুড়ি , আরো অনেক ভাই , দাদা, দিদিরা।

©K I R A N - Dhupguri


0 views0 comments

Comments


bottom of page