top of page
Search
Writer's pictureDipayan Dutta

বর্ণালীকে সাহায্য...

K I R A N - Dhupguri Activity - 32 Date - 05.06.19

জুড়াপানি হাবিলেরডাঙ্গা এলাকার জুড়াপনি স্কুলের ছাত্রী বর্নালী রায় এবার মাধ্যমিকে ৫৫৭ পেয়েছে , এর পর সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। কিন্তু অর্থের অভাবে এই ছাএী র পড়াশোনা বন্ধ হওয়ার মুখে। এই খবর পাওয়া মাএই আজ আমরা তাদের বাড়িতে যাই সেখানে গিয়ে বর্নালির মায়ের সাথে কথা বলে জানতে পারি বর্নালি যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখন তার বাবা এক দুর্ঘটনায় মারা যায় । তার পর থেকে তার মা কষ্ট করে তার মেয়েকে পড়িয়েছে । কিন্তু মেয়ে এই অবস্থার মধ্যে দিয়েও মাধ্যমিক এ সমস্ত বিষয়ে ভালো নম্বর পেয়েছে ,বাংলায় - ৮৬ , ইংরেজীতে - ৬০ , গনিত - ৮৪ , ভৌতবিঞান - ৭১ , জীবনবিজ্ঞান - ৯১ , ইতিহাস - ৮৫ , ভূগোল ৮০ এখন সে বিজ্ঞান বিভাগ নিয়ে পরবর্তীতে পড়তে চায়। কিন্তু তার মায়ের পক্ষে আর সম্ভব হচ্ছে না তার পড়াশোনা চালানো তাই আমরা বর্নালির জন্য একাদশ শ্রেণীর অঙ্কের বই, খাতা ও কলম নিয়ে যাই সাথে স্কুলের পোশাক এর জন্য তাকে আর্থিক সহায়তা করা হয়। কথা দিয়েছি পরবর্তীতেও K I R A N™ বর্নালির পাশে থাকব যাতে তার পড়াশোনার কোনরকম অসুবিধা না হয়।

আপনারা কেউ বর্নালির জন্য সাহায্য দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন , আমরা চাই না এই ছোট্ট বোন টির পড়াশোনায় অর্থিক অবস্থার জন্য কোনরকম ব্যাঘাত ঘটুক।


4 views0 comments

Comments


bottom of page