top of page
Search
Writer's pictureDipayan Dutta

পুজোর আনন্দ ভাগ করে নেওয়া আরও কিছু মানুষের সাথে

Updated: Oct 25, 2021

KIRANDHUPGURI Activity - 72 Date - 07.10.21

হয়তো আমরা প্রত্যেকেই সেই ছোটো থেকেই একটা কথা শুনে এসেছি, "নিজের আনন্দ যদি অন্যের সাথে ভাগ করা যায় , তবে সেটা কমে যায় না, বরং আরো বেড়ে যায়", সেই কথা মাথায় রেখেই KIRANDHUPGURI পরিবার একটু ভিন্ন ভাবে ভিন্ন চেষ্টার মাধ্যমে এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করলো।সকলের কাছে পূজো মানেই নতুন জামা-কাপড় আর তাতেই সব সমস্যার সমাধান নয় , তাদের হাসিকে দ্বিগুণ করতে পরিবার পিছু প্রত্যেক উপহার ব্যাগে দেওয়া হয় ২০০/- টাকা পাশাপাশি নতুন জামা-কাপড় , মাস্ক ও স্যানিটাইজার। সাথে এবছর প্রত্যেক উপহার ব্যাগে দেওয়া হয় প্রত্যেক দাতার নাম , মানে যারা আমাদের "শারদীয়া উপহার ২১" কর্মসূচিতে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রত্যেকের নাম আমাদের উপহার ব্যাগে তুলে ধরা হয়। যাতে প্রত্যেকে এটাও জানতে পারে আসলে কারা তাদের এই এত সব উপহার দিলো। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আরো একবার এই ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য , কারন আমরা শুধু মাত্রই উপলক্ষ মাত্র এই কাজে।

নিচে থাকা ছবির গুলোর আনন্দ গুলোর জন্যই তো আমাদের এই লড়াই ও সংগ্ৰাম, আগামী দিন গুলোতে ও এই ধরনের লড়াই আরো চলবে। শুধু চাই আপনাদের। সঙ্গে থাকুন,

হয়তো ছবি গুলোতে পুরো পুরি ভাবে মূহুর্ত গুলো ব্যাক্ত করা সম্ভব নয়। তাই খুব শীঘ্রই ভিডিও ক্লিপ আসছে , অবশ্যই আমাদের YouTube channel টি Subscribe করে রাখুন। YT - https://www.youtube.com/channel/UCcmX2-9cgZlEuLQCU-4aWoQ

শুভ শারদীয়া।।




15 views0 comments

Comments


bottom of page