K I R A N
Activity - 43
Date - 27.09.19
ঢাকেতে পড়েছে কাঠি,
পূজো হবে ফাটাফাটি
এবার পূজোয় সব
আশা ইচ্ছে পূরোন করবো
তাদের
কাল আর আজ এই দুই দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সব পরিবারের কাছে যাদের পূজোয় নতুন জামা-কাপড় পড়া তো দূরের কথা , ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত জুটে না । তবে নতুন জামা-কাপড় পাওয়ার পর কে খুশি না হয়..? ওরাও হয়েছে , সেই জন্যই ওদের কাছে যাওয়া খুশি টা ভাগ করে নিতে। শুধু জামাকাপড় ই নয় তার সাথে সাথেই ৩০ টি খাতা ও ২০ টি কলম ও দেওয়া হয় , কারন শিক্ষাই জাতির মেরুদণ্ড। সব মিলিয়ে পূজো যেনো তাদের খুব ভালো কাটে ও সব সময় যেন ভালো থাকুক এই কামনাই করি। যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাথে থাকবেন যাতে আরো এই ভাবেই ওদের মতো আরো ১০ জন এর মুখে হাসি ফোটাতে পারি।
Comments