KIRAN Activity-18 Date-27.11.18
নিচে দেওয়া খবরটা পাওয়া মাএই আমাদের সাধ্য মতো তীর্জরাজ বনিকের জন্য কিছু টাকা ধূপগুড়ির BDO কো - অর্ডিনেটর সুব্রত রায় এর হাতে তুলে দেওয়া হয়। সকলের কাছে একটাই অনুরোধ আপনারাও ছোট ভাই এর পাশে দাঁড়াবেন। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বার এ যোগাযোগ করতে পারেন।
#সবার_সাহায্যে_চাই #বাড়িয়ে_দাও_তোমার হাত #কোচবিহার... বছর ২১এর
, কোচবিহার কলেজের প্রথম বর্ষেয় ছাত্র। বাড়িঃ গোলবাগানে। *দুটি কিডনিই নষ্ট,ভর্তিঃ শিলা নার্সিংহোমে। সম্প্রতি অসুস্থ হয়ে কোচবিহার শীলা নার্সিংহোমে ভর্তি এখনো আছেন, হঠাৎ করে যানা গেছে পরীক্ষার পর তার *দুটি কিডনিই নষ্ট*, অবিলম্বে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। তীর্থরাজ অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে। তার পরিবার পরবর্তী ব্যায়বহুল চিকিৎসা চালাতে সক্ষম নয়, এমনকি আর্থিক অস্বচ্ছলতার জন্য বাইরে চিকিৎসা করাতেও নিয়ে যেতে পারছে না। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে তীর্থরাজের বাড়িতে যাওয়া হয়েছিল। এমত অবস্থায় আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়ত এক তরুণ ছাত্রের জীবন বাঁচানো সম্ভব হবে৷ আপনারা সাহায্য পাঠাতে পারেন সরাসরি পেটিএম এ।
সংবাদ দাতাঃ দেবজানী ঘোষ-মামাতো বোন কেউ সাহায্য করলে যোগাযোগ করূন রোগীর সাথে~~~~~ আমরা আপনার নাম সহ বিস্তারিত তথ্য ফেসবুকে আপলোড করব স্বচ্ছতা বজায় রাখবার জন্য। *পেটিএম* নং-7550930117 (সান্তুনু দেব ) কো-অর্ডিনেটর(বিডিও বস্ত্রব্যাঙ্ক)
ধন্যবাদ রাজা বৈদ্য-সম্পাদক 9593347777 ব্লাড ডোনার অর্গানাইজেশন
Comments