K I R A N - Dhupguri Activity - 23 Date -28.01.2019
আগেই বলেনিচ্ছি ছবি টা দেওয়া হয়তো ঠিক না, কিন্তু আমরা বলেছিলাম সমস্ত বিস্তারিত আমরা আপনাদের জানাব তাই এটা করা।খারাপ আমাদের লাগছে।
যেসমস্ত সহৃদয় ব্যক্তিরা ব্লাড ক্যান্সার এ আক্রান্ত ছোট্ট জিৎ এর জন্য সাহায্য দিয়েছিলেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই , যেহেতু জিৎ আর আমাদের মধ্যে নেই তাই মোট ৬৮০০/- টাকার মধ্যে ২০০০/- টাকা আজ জিৎ এর বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। আর বাকি ৪৮০০/- টাকা আমরা দৃশিকা রায় এর চিকিৎসার জন্য তুলে দিব। যার বয়স 5 বছর। 1 মাস বয়সের আগে থেকেই ওর ইউরিন এর সমস্যা। ইউরিন ব্লাডার দিয়ে উপরে উঠে যায়। যার ফলে ব্লাডার এবং কিডনি তেও সমস্যা দেখা দিয়েছে । এখন ডাক্তার বলেছেন অপারেশন করে নতুনভাবে প্রস্রাবের রাস্তা তৈরি করতে হবে ।যার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যদি আপনারা আপনাদের সামর্থ অনুযায়ী কি ছু অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে মেয়েটাকে সুস্থ করে তুলতে পারব।
তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি , যেহেতু
, তাই সকলের দেওয়া সাহায্য আমরা ছোট মেয়েটির চিকিৎসা জন্য তুলে দিব। যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে। যদিও এই অর্থ খুবই কম।
Comments