K I R A N - Dhupguri Activity - 65 Date - 25.06.2020
কাল ঠিক দুপুর নাগাদ আমাদের কাছে ফোন আসে , ধূপগুড়ি ১৫ নং ওয়ার্ডের গোবিন্দ পল্লীর বাসিন্দা পরেশ দাসের নাতনি বছর ছয়ের জিতু দাস দিন তিনেক আগে বিছানা থেকে পড়ে হাত ভেঙে যায়। ওই পরিস্থিতিতে ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা তার হাত প্লাস্টার করে দেয় , এবং বলে খুব শীঘ্রই অপারেশন করতে হবে। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া পরিবারে পরেশ দাস পেশায় মাছ বিক্রি করে। জিতু দাসের মা শ্যামলি দাস ও অন্যের বাড়িতে কাজ করে। এই লকডাউনের মুহূর্তে তাদের ওই অপারেশন এর খরচ উঠানো অনেকটাই কষ্ট হয়ে পড়েছে। তাই আমরা আর দেরি না করে আজ সকালেই K I R A N টিম তরথ থেকে সামান্য কিছু অর্থ (১০০০/-) জিতুর চিকিৎসার জন্য , পরেশ বাবুর হাতে তুলে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে কালই জীতুর অপারেশন হবে , আজ অপারেশন এর উদ্দেশ্যে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। খুব শীঘ্রই ভাই তুই পুরো পুরি ভাবে সুস্থ হয়ে আয় , ইশ্বরের কাছে এই প্রার্থনা করি।
©K I R A N - Dhupguri
Comments