KIRANDHUPGURI
Activity - 106
Date - 18.09.2024
"চরম দুঃখের মাঝে একমাত্র শিশুরাই পারে আমাদের মুখে হাঁসি ফোটাতে । তাই শিশুদের কখনো অবহেলা করা উচিত নয়।" সেই শিশুদের মুখে হাঁসি ফোটাতে 'স্বর্গীয় কেয়া মজুমদার' জন্মদিন উপলক্ষে তার পরিবারের তরফ থেকে ছোট্ট ছোট্ট শিশুদের আনন্দদানের মাধ্যমে মোট ৪৮ জন শিশুদের হাতে খাতা , পেন , পেন্সিল , রবার ও বিস্কুট তুলে দেত্তয়া হয়। ধন্যবাদ পরিবারের সকলকে বাচ্চাদের মুখে এভাবে হাঁসি ফোটানোর জন্য।🙏
• আপনারাত্ত আপনাদের বিশেষ দিন গুলো এভাবে ছোট্ট ছোট্ট শিশুদের আনন্দদানের মাধ্যমে উদযাপন করতে পারবেন।
☎️ 80016 18563
🌐 www.kirandhupguri.com
תגובות