K I R A N Activity -21 Date - 10.01.2019
মেয়েটির নাম সৃষ্টি.. মাত্র এক বছরের সৃষ্টি দুরারোগ্য রোগে আক্রান্ত।বাবা দিনমজুর, অভাবের সংসারে কোনো মতে দিন কাটান।সৃষ্টি জন্ম থেকেই লিভার,হার্ট,হাই থাইরয়েড,জন্ডিস,রিকেট সহ আরো একাধিক রোগে আক্রান্ত।তার বাবা মা বহু ধার দেনা করে জলপাইগুড়ি,শিলিগুড়ি ও কলকাতায় গিয়েও সু চিকিৎসা হয়নি।ডাক্তার বাবুরা বলেছেন দক্ষিণ ভারতে নিয়ে যেতে।কিন্তু বাইরে নিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন।
এই খবরটি আমরা কাল জলপাইগুড়ি গ্ৰিনভ্যালি ওরগানাইজেসন এর পক্ষ থেকে পাই, খবর পাওয়া মাএই আজ গ্ৰিনভ্যালির সভাপতি প্রশান্ত সরকার এর কাছে আমাদের সাধ্য মতো ৬০০/- টাকা পাঠিয়ে দেওয়া হয়।
সৃষ্টি যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠে এটাই আমারা কামনা করি।
আপনারাও চেষ্টা করুন এই ছোট্ট মেয়েটি র পাশে দাঁড়ানোর।
Comments