top of page
Search
Writer's pictureDipayan Dutta

চা বাগানে পুরোনো বস্ত্র বিতরণ

K I R A N

Activity - 42

Date - 24.09.19


ll This is Called Independence ll

।। এটিকে বলা হয় স্বাধীনতা ।।


ভাবতেও অবাক লাগে তাই না...? আমাদের অব্যাহত পুরোনো জামাকাপড় গুলো এদের কাছে নতুন। ওই পরিকল্পনা নিয়ে আজ আমরা গিয়েছিলাম ডিমডিমা চা বাগানে আমার আপানার পুরোনো জামাকাপড় গুলো নিয়ে তাদের মুখে কিছুটা হাঁসি ফোটাতে , ছিল স্বাধীনতাও, যে যার

মতো করে নিজের পছন্দ মত জামাকাপড় নিয়ে চলছে । থাকবে না সীমিত , শুধুই থাকবে স্বাধীনতা আর স্বাধীনতা। এই স্বাধীনতা দেওয়ার পুরো কৃতিত্ব আপনাদের , যারা এই পুরোনো জামাকাপড় নষ্ট না করে আমাদের হাতে তুলে দিয়েছেন , এইভাবে সকল কে পাশে চাই। ধন্যবাদ জানাই Saju Talukdar(দাদা) কেউ, আমাদের পাশে থাকার জন্য।

__________________________________________


তাই নষ্ট করে আমাদের দিন । আমরা এসে নিয়ে যাবো। একটা কথা মনে রাখবেন আপনার দেওয়া পুরোনো জামাকাপড় গুলো গরীবদের জন্য নতুন।

ছবি গুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন।


যোগাযোগ - 8001618563


11 views0 comments

Comments


bottom of page