K I R A N - Dhupguri Activity - 25 Date-9.02.19
আমি অভ্রজিৎ রায়।বাড়ি ফালাকাটা । আমার মেয়ে দৃশিকা রায়। বয়স 5 বছর। 1 মাস বয়সের আগে থেকেই ওর ইউরিন এর সমস্যা। ইউরিন ব্লাডার দিয়ে উপরে উঠে যায়। যার ফলে ব্লাডার এবং কিডনি তেও সমস্যা দেখা দিয়েছে । এখন ডাক্তার বলেছেন অপারেশন করে নতুনভাবে প্রস্রাবের রাস্তা তৈরি করতে হবে ।যার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যদি আপনারা আপনাদের সামর্থ অনুযায়ী কি ছু অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে মেয়েটাকে সুস্থ করে তুলতে পারব।
জিৎ এর জন্য আপনারা যা সাহায্য দিয়েছিলেন তা ছিল মোট ৬৮০০/- টাকা, জিৎ এর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২০০০/- টাকা,আর ১০০০/- টাকা তুলে দেওয়া হয় অমিত এর চিকিৎসার জন্য, বাকি ৩৮০০ টাকা আজ আমরা আজ ৫বছর বাচ্চা দৃশিকার বাবা অভ্রজিৎ বাবুর হাতে তুলে দেই। দৃশিকা এখন শিলিগুড়ি তে, খুব খারাপ অবস্থা, যদি কেউ সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন - 8001618563
Comments