K I R A N - Dhupguri Activity - 24 Date - 3.02.19
নাম- অমিত দে বাবা- অমল চন্দ্র দে ঠিকানা- ধূপগুড়ি, বিবেকানন্দ পাড়া
আজ থেকে চারদিন আগে খেলতে গিয়ে অমিত এর কাঁধ এর বা দিকের হাড় ভেঙে য়ায়, খুবই খারাপ অবস্থা। চিকিৎসার জন্য মোটামুটি ভালো টাকা দরকার, বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না, অমিত এর বাবা অমল বাবু যেখানে কাজ করে সেখানে মাসে অল্প পরিমাণ অর্থ পান। দিন কাটে কোনভাবে। ছেলের এই অবস্থায় সাহায্য চেয়েছেন, তাই আজ আমরা গিয়ে আমাদের সাধ্য মতো ১০০০/- টাকা দিয়ে আসি। যদিও অর্থ টুকু কম। অমিত যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠে আমরা এটাই চাইবো।
যদি আপনারা কেউ অমিত এর জন্য সাহায্য দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন 8001618563
Comments