KIRANDHUPGURI Activity - 74 Date - 01.03.22
ধূপগুড়ি উওর বৈরাতীগুড়ির বাসিন্দা ভাবেন রায় এর এক মাত্র পুত্র গত ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ এক ভয়াবহ পথ দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়। কৃষ্ণার পারিবারিক অবস্থা ভালো না থাকার কারণে কৃষ্ণার চিকিৎসার জন্য "কিরণধূপগুড়ির" কাছে সাহায্যের আবেদন জানায় , খবর পাওয়া মাত্র আমরা ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ তার বাড়ি গিয়ে তার পরিবারের সাথে কথা বলে আসি আমরা বলেছিলাম যতটা সম্ভব আমরা চেষ্টা করবো , সেই মতো সেইদিন বিকেল নাগাদ আমাদের Official Facebook page এ কৃষ্ণার জন্য আমরা আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাই , সেই দিন থেকে আজকে পযন্ত এই ৯ টা দিনে যে ভাবে আপনারা কৃষ্ণার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ বলে আপনাদের কে ছোট করবো না , শুধু এতটুকুই বলবো আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আপনাদের দেওয়া মোট সাহায্যের অর্থের পরিমাণ ১০৪৬৩/- । আজ আমারা কৃষ্ণার বাড়ি গিয়ে তার পিতা ভাবেন রায়ের হাতে ১০৪৬০/- টাকা তুলে দেই। তবে কৃষ্ণা এখন ভালো আছে , পুরোপুরি সুস্থ হতে আরো বেশকয়েকটি দিন সময় লাগবে । কৃষ্ণার বিস্তারিত আমরা দিতে থাকবো পুরো পুরি সুস্থ না হওয়া পর্যন্ত।
আগামী কাল আমাদের কাছে আপনাদের পাঠানো কৃষ্ণার জন্য সাহায্যের অর্থের পারিমান আমরা তুলে ধরবো (কে কতটাকা পাঠিয়েছেন) চার্ট আকারে।
আগামী কাল আমাদের Official YouTube channel এ পুরো ভিডিও টি আসবে , যারা এখনো আমাদের Channel টি Subscribe করেননি নিচে দেওয়া লিঙ্কে গিয়ে Subscribe করে নিন https://www.youtube.com/channel/UCcmX2-9cgZlEuLQCU-4aWoQ
কৃষ্ণার প্রথম দুটি পোস্ট এর লিঙ্ক দেওয়া রইলো ১.https://www.facebook.com/1651360001579253/posts/4751041694944386/
FOLLOW US ON: Facebook: Kiran Dhupguri - কিরন ধূপগুড়ি
Instagram: KIRANDHUPGURI
Youtube: Kiran Dhupguri
Facebook Group KIRANDHUPGURI - A Voluntary Organization (Reg no - S0020199)
8001618563 www.kirandhupguri.com Collab: kirandhupguri@gmail.com
Comments