top of page
Search

চন্দন মোদক এর পাশে আমরা

Writer: Dipayan DuttaDipayan Dutta

K I R A N Activity - 63 Date -18.04.2020

ভিডিও ফুটেজ এর একটি লিঙ্ক দেওয়া রইলো- https://www.facebook.com/1651360001579253/posts/2814758935239348/

না , আমরা আর অপেক্ষা করলাম না , অপেক্ষা না করেই চলে গেলাম আমাদের ধূপগুড়ির মধ্যপাড়া ওয়ার্ড নং ১২ এর বাসিন্দা আশোক মোদক ও কাকলী মোদক এর সন্তান চন্দন মোদক ভাই (বয়স ১০)যে নিজে জীবন যুদ্ধে লড়াই করছে । প্রথমে ধূপগুড়ি হাসপাতালে এবং তার পর জলপাইগুড়ি ,তার পর শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় ওকে। অশোক বাবু পেশায় দিন মজুর খুবই দরিদ্র পরিবার দিন আনা দিন খাওয়া সংসার তার , সেখানেই তার ছেলের এই রকম একটা অবস্থা। শিলিগুড়ি থেকে বলেছে ওকে খুব তাড়াতাড়ি কলকাতা অথবা মুম্বাই নিয়ে

যেতে হবে, কিন্তু এত টাই দরিদ্র যে টাকার অভাবে যেতে পারছে না,একজন বাবা তার চোখের সামনে নিজের ছেলে কে এভাবে দেখছে অথচ কিছু করতে পারছে না কারণ তার কাছে" টাকা" নেই।

তাই আজ আমদের (#K_I_R_A_N™) এর তরফ থেকে অতি সামান্য কিছু অর্থ মাএ ১৫০০/- টাকা ও খাওয়ার সামগ্ৰী দিয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত চন্দন ভাই এর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। কথা দিয়েছি আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো আরো যতটা সম্ভব। আসুন না আমরা সবাই ওর জন্য কিছু সাহায্য করি , আমাদের সামন্য সাহায্যে ও একটা নতুন জীবন ফিরে পাবে।সেটা ১০/- টাকা দিয়েই হোক না কেনো।

অনুরোধ একটাই পোস্ট টা দেখে চোখ, মুখ ঘুরিয়ে নেওয়ার মতো সময় এটা না , ভাই এর অবস্থা বর্তমানে খুব একটা ভালো না। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওর বাবার নিজস্ব bank account নেই তাই ,ভাই এর পিসির account দেওয়া হলো। বাবা অশোক মোদক মোবাইল নম্বর +91 96410 03081 Account details: Syndicate Bank PRQDHAN MANTRA JAN DHANI ACCOUNT. Branch :THAKURPATH AC-95452250182543 IF SCHEME CODE- SYNB0009545 NAME-SABITA MODAK Dhupguri যারা টাকা পাঠাবে এই account এ , টাকা পাঠানোর পর একটা screenshot করে আমাকে অথবা আমাদের #K_I_R_A_N এর Facebook page এ inbox করে দিবেন ।

অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:8001618563

 
 
 

Comments


Copyright@2024 by KIRANDHUPGURI

​​Call us:

+91 80016 18563

Find us:

Dhupguri, Jalpaiguri, West Bengal, Pin - 735210

Powered by CloudBay India

bottom of page