K I R A N - Dhupguri Activity - 31 Date - 02.06.19
সম্পূর্ণ হলো K I R A N™ এর ব্যাবস্থাপনায় বিশ্বনাথ অপটিক্যাল হাউস ও শিলিগুড়ি গ্ৰেটার লাইন্স আই হসপিটালের পরিচালনায় বৈরাতীগুড়ী উচ্চ বিদ্যালয়ে সম্পূর্ণ হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্নয় শিবির । উক্ত শিবির সকাল ৯:৩০ থেকে রাত ৭টা পর্যন্ত চলে, এর মধ্যে মোট ৫২৬ জন রোগী দেখা হয়েছে এদের মধ্যে ২৫ জনের ছানি ধরা পড়েছে তাদের মধ্যে কয়েক জনকে ছানি অপারেশন এর জন্য শিলিগুড়ি গ্ৰেটার লাইন্স আই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার সাথে মোট ১০ জন কে বিনামূল্যে K I R A N™ ও বিশ্বনাথ অপটিক্যাল হাউস এর তরফ থেকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ধন্যবাদ সমস্ত ধূপগুড়ি বাসীকে এভাবে সহযোগীতা করার জন্য। আশা রাখছি পরবর্তীতেও এভাবেই সহযোগিতা করবেন ও পাশে থাকবেন।
Kommentare