top of page
Search
Writer's pictureDipayan Dutta

কোরোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা

K I R A N Activity - 61 Date - 18.03.2020

#প্রথম_পর্যায়ে, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আজ সন্ধ্যায় K I R A N™ এর পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থার অবলম্বন করা হয়, নির্দিষ্ট নির্দেশকা সম্বলিত কয়েকশো পোস্টার সাঁটানো হয় ধূপগুড়ির রেল স্টেশন এর প্লাটফর্মে , বাস টার্মিনালে , ছোট বড়ো বাসের গায়ে , ব্যাঙ্ক ও এটিমের সামনে , বিভিন্ন ঔষধের দোকানে, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন জায়গায়। করোনা ভাইরাসের মোকাবিলায় স্বাস্থ্যবিধি বিষয়ক সতর্কতামূলক প্রচার পোস্টারে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে কি করবেন এবং কি করবেন না তাও সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে এই সতর্কতামূলক প্রচার পোস্টারে। এখানে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে সাবান-জল বা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাঁচি-কাশি হলে হাতের উপরের অংশ দিয়ে নাক-মুখ চেপে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, এছাড়াও হাঁচি-কাশির সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহৃত টিস্যু পেপার ময়লা ফেলার জায়গায় ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকের কাছে পরামর্শ নিতে গেলে মাস্ক ব্যবহার এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বোপরি অসুস্থ বোধ করলে বাড়ির মধ্যে একটি ঘরে সকলের থেকে দূরত্ব বজায় রেখে ১৪ দিন একান্তে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এই সতর্কতামূলক প্রচার পোস্টারে। তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে কি করবেন না তারও পরামর্শ দেওয়া হয়েছে এই পোস্টারে। বলা হয়েছে সর্দি, কাশি হলে অপরের কাছে যাবেন না। দূরত্ব বজায় রাখুন। নিজের নাক-মুখ-চোখ স্পর্শ করবেন না। এবং প্রকাশ্য থুথু ফেলবেন না। #দ্বিতীয়_পর্যায়ে , করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ডুয়ার্সের চা বাগানে সচেতনতা মূলক ব্যবস্থা খুব শীঘ্রই নেওয়া হবে। পাশে থাকুন সাথে থাকুন। #আসুন_সকলে_করোনা_ভাইরাস_প্রতিরোধে_সচেতন_হই ©K I R A N - Dhupguri


1 view0 comments

Comments


bottom of page