কিরন ধূপগুড়ি বুক ব্যাঙ্ক
- Dipayan Dutta
- Jan 18, 2022
- 1 min read
Updated: Jan 23, 2022
ভাইটি সকাল বেলা ধূপগুড়ি মাছ বাজারে কোন এক মাছের দোকানে কাজ করে। বাড়ির অবস্থা খুব একটা ভালো না । কলেজের প্রথম সেমিস্টারের জন্য সব বই কিনে উঠতে পারে নাই। ভাইটির প্রয়োজন ছিল কলেজ এর প্রথম সেমিস্টারের পরিবেশ বিদ্যা ও বাংলা বই , সে বই আবেদন করার আট দিনের মধ্যে বইটি আজ হাতে পায় । এবং ভাইটি তার দ্বাদশ শ্রেণীর বাংলা সহায়িকা বই টি আমাদের বুক ব্যাঙ্কে তুলে দেয়। এই ভাবেই ছড়িয়ে পড়ুক শিক্ষা একে অপরের হাত ধরে।
এভাবেই আপনার অপ্রয়োজনীয় বই টি পৌঁছে যাচ্ছে যাদের দরকার তাদের কাছে । তাই বাড়িতে বই ফেলে না রেখে সেটা আমাদের দিন , আপনার কাছে যে বইটি অপ্রয়োজনীয় অপরের কাছে সেটি প্রয়োজনীয়।
Follow us on: Facebook: Kiran Dhupguri - কিরন ধূপগুড়ি
Instagram: KIRANDHUPGURI
Youtube: Kiran Dhupguri
8001618563 www.kirandhupguri.com Collab: kirandhupguri@gmail.com
Comments